সর্বশেষ

Saturday, March 11, 2023

ঠাকুরগাঁওয়ে জেলা আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে জেলা আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত



হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে

দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) দুপুরে শহরের চৌরাস্তার দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখানে ধর্ম, জাত ও পাত কোন বিষয় না। সকলেই মিলেমিশে কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য। বাংলাদেশের মানুষ ওই সময় দেখেছে লুটপাট করেছে কারা। দুর্নীতি করেছে কারা; তারাই দুর্নীতি করেছে। 

ওই সময়ে তাদের অত্যাচারে মানুষ কতটা অসহায় ছিল সবাই জানে। সাধারণ মানুষদের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। ওই সময়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সহ্য করে আছি! কারণ, আমরা যদি তাদের মতো আচরন করি সারা দেশের মানুষ তাদের মতই আমাদেরকে ভাববে। যার জন্য আমরা অত্যন্ত ধৈর্য্যের মাধমে দেশকে পরিচালিত করছি। আজকে তারা ঠাকুরগাঁওসহ সমগ্র বাংলাদেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না।'

তিনি আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তারা নিরপেক্ষ থাকার কথা থাকলেও তারা নিরপেক্ষ থাকেনি। তাই বিএনপি ক্ষমতায় এসেছিল। তত্ত্বাবধায়কসহ যে কোনও অনির্বাচিত সরকারই নিরপেক্ষ নয়; ইতোপূর্বে তা প্রমাণ হয়েছে।" এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আ,স,ম গোলাম ফারুক রুবেল, সহ-সভাপতি মাহাবুবুর রহমান খোকন, এ্যাড. ফললুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারসহ জেলা ও সদর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি ক্ষমতায় যাওয়া মানেই মানুষের ওপর অত্যাচার: প্রধানমন্ত্রী

বিএনপি ক্ষমতায় যাওয়া মানেই মানুষের ওপর অত্যাচার: প্রধানমন্ত্রী



অনলাইন ডেক্স,

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি মানুষও যেন ভূমিহীন না থাকে সে জন্য কাজ করছি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় যাওয়ার মানেই হচ্ছে মানুষের ওপর অত্যাচার।

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়ে শনিবার বিকেলে এ কথা বলেন। বক্তব্যের শুরুতে নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি।

প্রধানমন্ত্রী বলেন, ‘তিন বছর সাত মাস তিনদিন জাতির পিতা দেশ গড়ার সময় পেয়েছিলেন। এ সময়ের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ার কাজ করেন। সংবিধান প্রণয়ন করেন।’ এ সময় তিনি অশ্রুসজল কণ্ঠে ১৯৭৫ সালে ১৫ আগস্ট শহীদদের আত্মার মাঘফেরাত কামনা করেন। শেখ হাসিনা বলেন, ‘আমি ও ছোট বোন শেখ রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গেছি। আওয়ামী লীগের সভাপতি করার পর দেশে আসার সুযোগ হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার একটাই লক্ষ্য, আমার বাবা যে স্বপ্ন দেখেছিলেন ক্ষুদা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য- তা বাস্তবায়ন করা।’

তিনি বলেন, ‘আমি আপনাদের জন্য কিছু উপহার নিয়ে এসেছি।’ এরপর উদ্বোধন করা ৭৩টি উন্নয়ন প্রকল্প গুলো পড়ে শোনান তিনি।

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতার মাসে ৭৩টি প্রকল্প উদ্বোধন করে দিয়ে গেলাম, সেগুলো যতন করে রাখবেন।’ এরপর ভিত্তিপ্রস্তর স্থাপন করা ৩০টি প্রকল্প পড়ে শোনান প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর ময়মনসিংহ বিভাগ করে দিয়েছি। প্রতিটি বিভাগের মতো এ বিভাগে ময়মনসিংহে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে, একটি পৃথক ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় করে দেব। আমরা অনেক কিছু করতে পারতাম। কিন্তু করোনা ভাইরাসের কারণে অনেক কিছু সম্ভব হয়নি।’

এ সময় সরকার প্রধান বলেন, দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। দেশে কোনো খাদ্য ঘাটতি হবে না।